দেওয়ালির (Diwali) দিন হিন্দু ধর্ম , সংস্কৃতি ও হিন্দুদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত কুৎসা রটানোর দায়ে মালয়েশিয়ার পুলিশ গ্রেফতার করলো এক বাংলাদেশী যুবককে।
প্রসঙ্গত, মালয়েশিয়া একটি মুসলিম রাষ্ট্র হলেও সেই দেশে দেওয়ালিতে রাষ্ট্রীয় ছুটি দেওয়া হয় অনেক বছর ধরেই। ফলে ধৃত এই বাংলাদেশী যুবকের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার কেস দিয়েছে মালয়েশিয়ার পুলিশ।
কয়েকদিন আগেই দেওয়ালিতে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে আমেরিকা। আগামী বছর থেকে এটি সরকারি ভাবে কার্যকর করা হবে। এছাড়া আমেরিকা (America) ও ইউরোপ (Europe) সহ পৃথিবীর ১৫৩ টি দেশে এ বছর দেওয়ালি পালন করা হয়েছে ধুমধাম করে।
মার্কিন কংগ্রেসের সেনেটর ক্যারোলিন মালোনা (Senator, Carolyn Malona) মূলত উদ্যোগ নেন এই ব্যাপারে।
ভারতীয় বংশোভূত মার্কিন সেনেটর রাজা কৃষ্ণমূর্তি (Raja Krishnamurty) সহ বহু মার্কিন সেনেটরই সমর্থন দেন এই উদ্যোগে।
এই মর্মে একটি বিলও পেশ করা হয় হাউস অফ রিপ্রেসেন্টেটিভে (House of Representative) এবং সেই বিলটি (Bill) পাসও হয়ে যায়।