কোয়েম্বাটুর বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি মুসলিম আনোয়ার হুসেন। শারজা থেকে ফিরছিলেন। কিন্তু বিমানবন্দরে ভারতীয় সেজেছিলেন তিনি। জাল সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড দেখিয়ে দিব্যি বেরিয়ে যাচ্ছিলেন। কিন্তু বিমানবন্দরের এক অফিসারের সন্দেহ হওয়ায় জাতীয় সঙ্গীত গাইতে বলেন। তখনই ফাঁস হয়ে যায় আসল সত্য।
বাংলাদেশ থেকে আসা আনোয়ার হুসেন নিজের আসল নাম ও নথি সমস্ত কিছু গোপন করে কোয়েম্বাটুরে আসেন। ভারতীয় সেজে থাকার চেষ্টা করেন। এমনকী যখন তাঁর কাছে জানতে চাওয়া হয় তিনি সত্যিই ভারতীয় কীনা তিনি তখন প্রমাণ হিসেবে জাল সার্টিফিকেটগুলি অভিবাসন অফিসারদের দেখান। এ পর্যন্ত সব ঠিকই ছিল।
কিন্তু সমস্যা বাঁধল এক অফিসারের সন্দেহ হওয়ায়। তিনি আচমকাই আনোয়ারকে জাতীয় সঙ্গীত গাইতে বলেন। আর এতেই বাংলাদেশি যুবক এতটাই ভয় পেয়ে যান যে তাঁর চোখ মুখের অভিব্যাক্তি দেখেই অফিসাররা বুঝে যান, তিনি মোটেই ভারতীয় নন। তারপর শুরু হয় জেরা। শেষ পর্যন্ত সত্যিটা বলে দেন আনোয়ার।
অভিবাসন দফতরের অফিসাররা তাঁকে কোয়েম্বাটুর এয়ারপোর্টের কাছে পীলামেদু থানায় হস্তান্তরিত করেন। তবে আনোয়ার কীভাবে পাসপোর্ট থেকে শুরু করে সব সার্টিফিকেট জাল করলেন, তা পুলিশ তদন্ত করে দেখছে।