ভোররাতে বিএসএফ-এর গুলিতে নিহত এক বাংলাদেশী গরুপাচারকারী। দাবি করা হয়েছে, শীতের কুয়াশা চারিদিকে ঘিরে ধরার সঙ্গেই বাড়তে শুরু করেছে অবৈধ পাচার ও অনুপ্রবেশের সংখ্যা। একই সপ্তাহে পরপর দুই দিনই ধরা পড়ল দুই পাচারকারী। মৃতের কাছ থেকে বিএসএফ বাংলাদেশের দুটি সিম ও একটি ফোন উদ্ধার করেছে বলে জানা গেছে।
প্রথমে চলতি সপ্তাহে বৃহস্পতিবার ভোরে পুলিশ কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের বৈরাগীরহাট এলাকায় কিছু পাচারকারীদের উপস্থিত থাকার খবর পায়। পুলিশ এই খবর বিএসএফ-কে দিলে তাঁরা ঘটনাস্থলে পৌঁছিয়ে পাচারকারীদের তাড়া করতে শুরু করলে পাচারকারীদের তরফ গুলিবর্ষণ করা শুরু হয়।
এই অবস্থায় পাচারকারীদের পাল্টা গুলির জবাবে বিএসএফ ৩ রাউন্ড গুলি চালালে সাহাদত হোসেন নামক ১ বাংলাদেশী পাচারকারী মারা যায়। বিএসএফ ওই মৃতদেহ পরে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাথাভাঙা হাসপাতালে পাঠিয়ে দেয়। দাবি, ভারত সীমান্তের ২০০ গজের ভেতরে গরু নিয়ে যাওয়ার জন্য হাজির হয়েছিল সাদাত হোসেন।