বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এবারের কোরবানির ঈদ হবে ১২ অগাস্ট। গত শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে। বৈঠকে ছিলেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
বৈঠক শেষে তিনি জানান, কোরবানির ঈদ হচ্ছে আগামী ১২ অগস্ট। তিনি আরও জানিয়েছেন, জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে গত শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে বাংলাদেশে এবার ঈদু-উল-আজহা উৎসব হবে ১২ অগাস্ট সোমবার।
ঈদ উপলক্ষে গোটা বাংলাদেশ জুড়ে সাজো সাজো রব। একদিকে চলছে শেষ মুহূর্তের কেনাকেটা অন্যদিকে চলছে মানুষজনের বাড়ি ফেরার পালা। স্বভাবতই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা বাংলাদেশকে। চলছে বিশেষ নজরদারি। পাশাপাশি বাংলাদেশের আল্ট্রা ইসলামিকরা ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন র্যাবের কর্তা বেনজীর আহমেদ। শুক্রবার রাজধানীর কাওরান বাজারে ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এমনটাই বলেন।
বাংলাদেশে উগ্রবাদীরা সক্রিয় হতে পারে কিনা— জানতে চাইলে বেনজীর আহমেদ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের দেশে আল্ট্রা ইসলামিকের সংখ্যা বেশি না, খুবই কম। আর যারা আছে তারা ২৪ ঘণ্টা আমাদের নজরদারিতে থাকে। কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা আমাদের দেশের কোনও বিষয় না। কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ এই বিষয়কে কেন্দ্র করে আমাদের দেশের জল ঘোলা করার চেষ্টা করবে না, বলে আমি মনে করি। তারপরও যারা গোলা জলে মাছ শিকার করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।’
তিনি বলেন, ‘যেটা আমার দেশের সমস্যা না, যেটা আমার দেশের বিষয় না সেই বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত ও অযাচিতভাবে এখানে ঝামেলা করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’