তুরস্কের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে (strategic partnership) যাচ্ছে বাংলাদেশ (Bangladesh), আর তাই আরো বেশি সতর্ক থাকার প্রয়োজন ভারতের। অন্তত এমনটাই অভিমত পর্যবেক্ষকদের।
তালিবান (Taliban) ও ইসলামিক স্টেট (Islamic State) সহ বিভিন্ন জেহাদি সংগঠনকে খোলা খুলিই সমর্থন করে তুরস্ক (Turkey)।
আর্থিক সাহায্য ছাড়াও সামরিক সাহায্যও করে তারা, তাই এই ব্যাপারে ভারতের সতর্ক থাকা বিশেষ প্রয়োজন আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশের এই মুহূর্তে প্রতিরক্ষা খাতিরে বার্ষিক বাজেট হচ্ছে $ 4.45 billion dollar (প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার )। সম্প্রতি, তুরস্কের কাছ থেকে $ 60 million dollar (ষাট মিলিয়ন ডলার ) এর অস্ত্রশস্ত্র কিনেছে বাংলাদেশ।
তুরস্কের বিখ্যাত সামরিক কোম্পানি রকেটেসান (Roketsan) ইতিমধ্যেই বাংলাদেশকে TRG 300 Kaplan Missile System সরবরাহ করেছে যার রেঞ্জ 300 km (186 miles)।
এছাড়া সম্প্রতি বাংলাদেশের এলিট বাহিনীর ৪১ জন অফিসার তুরস্কতে এসে বিশেষ প্রশিক্ষণ নিয়ে গিয়েছে।
তুরস্কের সাথে বাংলাদেশের জয়েন্ট প্রোডাকশন ও টেকনোলজি ট্রান্সফার (Joint production and Technology transfer) নিয়েও কথাবার্তা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি সামরিক ক্ষেত্রে তুরস্ক ও বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের পরিমান $ 1 billion (এক বিলিয়ন ডলার) থেকে বেড়ে $2 billion (দুই বিলিয়ন ডলার) এ গিয়ে পৌঁছেছে।