এরকম ঘটনা হয়তো বাংলাদেশ বলেই সম্ভব। একটি ই-কমার্স সাইটে কোরবানির গরু অর্ডার দিয়ে নিজেই প্রতারিত হয়েছিলেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এই ধরণের মন্তব্যে হাসির খোরাক হাওয়াই স্বাভাবিক তাঁর পক্ষে।
“আমি গত কোরবানির ঈদের আগের কোরবানি ঈদে একটি ই-কমার্স প্রতিষ্ঠান উদ্বোধনকালে একটি গরুর জন্য এক লাখ টাকা দিয়েছিলাম। কিন্তু আমাকে যে গরুটি দেখিয়েছিল, আমি সেটি পায়নি। আমি নিজেই অর্ডার করে প্রতারিত হয়েছিলাম, টিপু বলেন।”
তিনি আরো বলেন, “একটি জিনিস নতুন করে চালু করলে, সেটা নিয়ে সমস্যার সৃষ্টি হয় তার ভুক্তভোগী আমি নিজেই।”
রবিবার এক কর্মশালায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।