তালিবানের কাবুল দখলে পাকিস্তানের আনন্দের সীমা না থাকলেও নিজের দেশে মাথাচাড়া দিয়ে উঠছে বালোচদের বিদ্রোহ। বালোচিস্তানের খনিজ সমৃদ্ধ অঞ্চলে চীনের প্রকল্পকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে বালোচ আর্মি: তালিবান নিয়ে ইমরানের আনন্দের সীমা না থাকলেও পাকিস্তানের ভেতরে বিদ্রোহের আগুন নেভাতে হিমশিম খাচ্ছে তাঁর সরকার।
এদিকে দুর্বল অর্থিনীতির জন্য নিজেরা ভুগছে এবং একই সঙ্গে সন্ত্রাসবাদে মদত দিয়েই চলেছে , সব মিলিয়ে পাকিস্তানের দেউলিয়া অবস্থার মধ্যে সিন্ধপ্রদেশ ও বালোচিস্তানে দেখা যাচ্ছে দেশবিরোধী বিদ্রোহ।
বালোচিস্তানের অধিবাসীরা কিছুতেই মেনে নিতে পারছে না তাঁদের অঞ্চলে চীনের দখলদারি। ওই অঞ্চলে চীনের লগ্নিকৃত অঞ্চলগুলোতে বালোচ লিবারেশন আর্মি আক্রমণ চালাচ্ছে চীনের ইঞ্জিনিয়ার ও কর্মীদের উপর। তাদের বক্তব্য খনিজ সম্পদে ধনী ওই অঞ্চলের সম্পদের উপর চীনের অথবা পাকিস্তান সরকারের অধিকার নেই।
চীন তার CPEC এবং BRI সড়ক প্রকল্পের জন্য বালোচিস্তানের জমি ব্যবহার করতে চায় আর এতেই তীব্র আপত্তি স্থানীয় বাসিন্দাদের।
গত সপ্তাহে দক্ষিণ পশ্চিম বালোচিস্তানে এক গাড়ি বোমা বিস্ফোরণে ৯ জন চীনের কর্মীর মৃত্যু হয়। গাওয়াদারের চীনের সড়ক প্রকল্প CPEC-র এক অঞ্চলকে লক্ষ্য করে হামলা ওই চালানো হয়। এই ঘটনার পর চীন তীব্র অসন্তোষ ব্যক্ত করেছে।
বালুচিস্তানের স্বাধীনতাকামী সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্যরাই এই হামলা চালায় বলে খবর। বিপুল সংখ্যক চীনা নাগরিক যারা ইঞ্জিনিয়ার অথবা কর্মী হিসেবে নিযুক্ত তারাই বালোচদের আক্রমণের মূল লক্ষ্য।
খাইবার পাখতুনখওয়াতেও গত মাসে এই ধরণের আক্রমণে ১৩ জনের মৃত্যু হয়।