বজরং দলের কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল কয়েকজন মুসলিম যুবকের বিরুদ্ধে। রাজধানীর বুকে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশে অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের সদস্যরা। অভিযুক্ত মুসলিম যুবকরা পলাতক। এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, মৃত যুবকের নাম নীতেশ। সে দিল্লীর রঞ্জিতনগর এলাকার বাসিন্দা। ঘটনার দিন রাতে দুই বন্ধু অলোক এবং মন্টির সঙ্গে মোটরবাইকে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন মুসলিম যুবক তাদের পথ আটকায়। শুরু হয় বচসা। আচমকাই ওই মুসলিম যুবকরা নীতেশ ও তাঁর বন্ধুদের বেধড়ক মারধর করতে শুরু করে। নীতেশকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সংখ্যায় কম হওয়ায় তাঁরা পেরে ওঠেনি।
পরে স্থানীয় কয়েকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাদের। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় নীতেশের। এখনও তাঁর বন্ধু আলোক ও মন্টি হাসপাতালে চিকিৎসাধীন। নীতেশের মৃত্যুর খবরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বজরং দলের কর্মী ও সমর্থকেরা নীতেশের মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
নীতেশের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। সামনে আসে একটি সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজের সূত্র ধরে তিনজন মুসলিম যুবক উফিজা, আদনান ও আব্বাসকে চিহ্নিত করে পুলিশ। তবে প্রত্যেকেই পলাতক। এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।