করোনাভাইরাস (Coronavirus) সম্পর্কিত জরুরি বৈঠকের মধ্যেই অত্যন্ত প্রিয় মানুষকে চিরকালের জন্য হারিয়ে ফেলার দুঃসংবাদ পেলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। প্রয়াত হলেন যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বাবা, ৮৯ বছর বয়সী আনন্দ সিং বিশত (Anand Singh Visht)। দিল্লির এইমস-এ চিকিৎসাধীন ছিলেন যোগীর বাবা আনন্দ সিং বিশত (Anand Singh Visht) , সোমবার সকাল ১০.৪৪ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
উত্তর প্রদেশের (Uttar Pradesh) অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অবনীশ কে অবস্থি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাবা সকাল ১০.৪৪ মিনিট নাগাদ স্বর্গীয় হয়েছেন। আমাদের গভীর সমবেদনা। সূত্রের খবর, এদিন সকালে কোভিড-১৯ সম্পর্কিত জরুরি বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তখনই বাবার মৃত্যুর দুঃসংবাদ পান যোগী।
কিডনি এবং লিভারের সমস্যায় ভুগছিলেন যোগীর বাবা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গত ১৫ মার্চ দিল্লির এইমস (Aims) -এ ভর্তি করা হয়েছিল। রবিবার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায়, ভেন্টিলেটরে রেখে চিকিৎসা করা হচ্ছিল। চিকিৎসকদের বহু চেষ্টা সত্বেও প্রাণে বাঁচানো সম্ভব হল না যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বাবাকে। সূত্রের খবর, যোগীর বাবা আনন্দ সিং বিশত (Anand Singh Visht) একজন ফরেস্ট রেঞ্জার ছিলেন।