বাবুলবাবু এবার বাঙালী হয়ে গেলেন! তাই বাবুলবাবুকে গত 44 বছরের বাঙালী কেবিনেট মন্ত্রীর সংখ্যার একটা হিসেব দি তাহলে l রাজনীতি করছেন, ইতিহাস জানবেন না, তা হয় নাকি?
বাংলার জনসংখ্যা 10% l দুই কক্ষ নিয়ে 62 র মত সাংসদ পাঠায় রাজ্য l কিন্তু কবে কজন কবিনেট মন্ত্রী হয়েছে 1977 এর পরে?
প্রণব মুখার্জী =2(82-84)+3(93-96)+7(2004-2012)= 12 বছর ,
গনিখান চৌধুরী =2 বছর (82-84)
অশোক সেন =20-21 মাস(1985-87),
প্ৰিয় রঞ্জন দাশমুন্সী =4বছর(2004-2008),
মমতা ব্যানার্জী =2(1999-2001)+2(2002-2004)+2(2009-2011)=6 বছর ,
ইন্দ্রজিৎ গুপ্ত =2(1996-98) বছর ,
দীনেশ ত্রিবেদী 11 মাস(2011-12),
মুকুল রায় = 2 মাস l
সব মিলিয়েই 44 বছরে সব বাঙালী মিলে 40 বছরেরও কম l 42 জন লোকসভা এবং 20 জন রাজ্য সভার সাংসদ নিয়ে l 10% জনসংখ্যা l গড়ে একও নয় l
প্রাদেশিকতার বিষ যারা বাঙালীর মনে ঢোকাচ্ছেন, ইতিহাস জেনে নিন আরেকটু l অজিত পাঁজা, সৌগত রায়, তরুণকান্তি ঘোষ, সোমেন মিত্র, সুব্রত মুখার্জী, ডঃ দেবী প্রসাদ পাল, ভোলা সেন, ডঃ ফুলরেণু গুহ, শিশির অধিকারী, সুদীপ বন্দোপাধ্যায়, গীতা মুখার্জীদের তৃণমূল বা কংগ্রেস বা সিপিআই কেন কবিনেট মন্ত্রী করেনি বাবুল বাবু? এমনকি সিদ্ধার্থ শঙ্কর রায়কেও কংগ্রেস 1977 এর পর একবারের জন্য ক্যাবিনেটে নেয় নি l
বাবুলবাবুকে সবিনয়ে বলি, বর্তমানে মোদীজীর কেবিনেটে যারা আছে তাঁদের বায়োডাটাটা একবার পড়ুন l নির্মলা সীতারামন, জয়শঙ্কর, ধর্মেন্দ্র প্রধান, অশ্বিন বৈষ্ণব, নীতিন গতকারী, সুরেশ প্রভু, পীযুষ গোয়েল বা সর্বনান্দ সানোয়ালদের সঙ্গে নিজের বায়োডাটা মিলিয়ে দেখুন একবার l
শেষে আপনাকে বলি, যারা রাজনীতি বোঝে আপনার দলে তাঁদের কিছু প্রশ্ন করুন:
- রাজীব গান্ধী তার কেবিনেট থেকে প্রণববাবু ও গণিখানকে বের করে দেন কেন 1984 এ?
- সঞ্জয় গান্ধী প্রিয়বাবু/সৌগতবাবুদের সঙ্গে কি ব্যাবহার করেছিলেন?
- 21 শে জুলাই 1993 তে নরসিমা রাও সিবিআই তদন্ত করেন নি কেন এবং সেই বছর ত্রিপুরায় সমীর বর্মন সরকারকে রাষ্ট্রপতি শাসন জারি করে সরিয়ে পরের 25 বছর সিপিম এর হতে তুলে দিল কেন?
- 1996 এ সোমেন-মমতা জুটি 19 বছর পরে আসন দ্বিগুন করার পরেও সোনিয়া গান্ধী কেন তাদের ইন্দ্রজিৎ গুপ্তকে সমর্থন করতে বাধ্য করেন?
- 1999 এ অজিত পাঁজাকে কেবিনেট মন্ত্রী করেননি কেন মমতা ব্যানার্জী ?
- 2009 এ সৌগত রায়, সুদীপ বন্দোপাধ্যায়, শিশির অধিকারী, সোমেন মিত্রদের মত নেতাদের কেন কেবিনেট মন্ত্রী করেনি কেন মমতা ব্যানার্জী?
- অতুল্য ঘোষের সঙ্গে বেইমানি করে নিজের ইনিংস শুরু করেছিলেন ইন্দিরা গান্ধী l সেটা জানেন তো? ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী করেছিলেন অতুল্য বাবু ও কামরাজ l ক্ষমতায় এসে তাদের রাজনীতি থেকে বিদায় করিয়ে দেন ইন্দিরা গান্ধী l.
2014 তে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সাংসদ হওয়া দুইজনকেই মন্ত্রী করেছিলেন মোদীজি l
পুনশ্চ : কংগ্রেস রাজনীতিতে মমতা ব্যানার্জীকে নিজের ছোট বোনের মত বরাবর বাঁচিয়ে এসেছেন প্রিয়রঞ্জন দাশমুন্সি l কিন্তু 1999 এ উনি তৃণমূলে যাননি l কারণ উনি জানতেন, তৃণমূলে গেলে উনি কোন দিন কেবিনেট মন্ত্রীপদ পাবেন না l 1999 এ অজিত পাঁজা প্রমান করে গেছেন, যে প্ৰিয়বাবুর ভাবনা ঠিক ছিল l 2004 র কংগ্রেস ক্ষমতায় এলে প্রিয়বাবু জীবনে প্রথমবার পূর্ণমন্ত্রী হন l যতদিন সুস্থ ছিলেন, ততদিন পূর্ণ মন্ত্রী ছিলেন l কিন্তু অজিত পাঁজা শেষ জীবনে পুরসভার একজন কাউন্সিলার হিসেবে জীবন শেষ করেন l যে মানুষ এক সময় সাদ্দাম হোসেনের সঙ্গে মিটিং করে এসেছেন দেশের প্রতিনিধি হিসেবে, তার এই দ্রুত ইন্দ্রপতন, ইতিহাসে দ্বিতীয় উদাহরণ পাওয়া যাবে না।
সুদীপ্ত গুহ