দিল্লির রাস্তাঘাট সারাইয়ের উদ্দেশে একটি বিশেষ প্রকল্প লঞ্চ করার কথা টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁকে ব্যঙ্গ করে রিটুইট করলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ১৯৫৪ সালে বলিউডের সুপারহিট গানের লাইন ধরে লিখলেন, “বাবুজি ধীরে চলনা”!
কেজরীবাল বলেন, পিডব্লিউডি-র তরফে রাজধানীর কিছু রাস্তা মেরামতির উদ্যোগ নেওয়া হবে। কিন্তু এই রাস্তাগুলিতে বেশির ভাগ সময়েই প্রচুর গাড়ি চলাচল করে।
এই প্রথম সেগুলির সমস্যা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এক রাস্তা মেরামতে যা সময় লাগবে, তাতে সাধারণ মানুষের খুবই অসুবিধা হবে।
এর পরেই গম্ভীর টুইট করেন, “প্রচুর গর্ত আছে রাস্তায়, প্লিজ় আস্তে চলুন। আমরা দিল্লিবাসীরা জানি, কী অবস্থা হয়ে রয়েছে। এ সব বলে শুধু আত্মতুষ্টি লাভ করা যায়।”
কেজরীবালের দাবি, আম আদমি পার্টির ৫০ জন বিধায়ক ২০-২৫ কিলোমিটার রাস্তার হাল খতিয়ে দেখবেন। সঙ্গে থাকবেন ইঞ্জিনিয়াররা। একটি অ্যাপ তৈরি করা হবে, যেখানে এমএলএ-রা তাঁদের দেখা রাস্তায় কী কী সমস্যা আছে, তার ছবি তুলে আপলোড করবেন। তার পরেই সেগুলি সারানোর উদ্যোগ নেওয়া হবে সরকারি ভাবে।