আজ থেকে ষোলো বছর আগে তৎকালীন উত্তরপ্রদেশ সরকার জমি দেয় মহম্মদ আলী জওহার ট্রাস্টকে উত্তরপ্রদেশের রামপুরে একটি বিশ্ববিদ্যালয় গড়বার জন্য।
কিন্তু সরকারের দেওয়া জমিতে বিশ্ববিদ্যালয় তৈরী করার বদলে সেখানে ট্রাস্টের তরফে তৈরী করা হয় একটি মসজিদ। এই মর্মে সরকারের তরফে কেস দায়ের করা হয় ট্রাস্টের মালিক আজম খান ও তার স্ত্রী তানজীম ফাতিমার বিরুদ্ধে।
প্রসঙ্গত, আজম খান সমাজবাদী পার্টির (Samajwadi Party) সাংসদ ও বটে। এলাহাবাদ হাই কোর্ট(Allahabad High Court) এই কাজের জন্য আজম খান ও তার স্ত্রী ফাতিমার তীব্র সমালোচনা করে এবং ট্রাস্টের কাজ খতিয়ে দেখবার নির্দেশ দেয় সরকারকে।
কোর্টের নির্দেশেই উত্তরপ্রদেশ সরকার ওই ট্রাস্টকে দেওয়া জমি ফেরত নিয়ে নেয়।
শুধুমাত্র মসজিদের জায়গাটা বাদ দিয়ে গোটা জমিটাই পুনরায় অধিগ্রহণ করে নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।