যেহেতু ভারত এই বছর স্বাধীনতা দিবসে ‘আজাদী কা অমৃত মহোৎসব’ উদযাপন করছে, ভারতের ৭৫ বছরের স্বাধীনতার স্মরণে, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক বিশ্বব্যাপী ভারতীয়দের মধ্যে ভারতীয় হিসেবে গর্ব ও “আমরা ভারতীয়” একতা প্রতিষ্ঠার জন্য একটি অনন্য কর্মসূচি চালু করেছে।জাতীয় সংগীতের সঙ্গে যুক্ত এই উদ্যোগের অংশ হিসেবে, অংশগ্রহণকারীকে জাতীয় সঙ্গীত গাইতে হবে এবং ভিডিওটি www.RASHTRAGAAN.IN ওয়েবসাইটে আপলোড করতে হবে। জাতীয় সংগীতের সংকলন লাইভ দেখানো হবে ১৫ আগস্ট।কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী কিষান রেড্ডি জী রবিবার সকল ভারতবাসীকে উৎসাহিত করার জন্য জাতীয় সংগীত রেকর্ড করেন। রেড্ডির আশা, যে বিশ্বজুড়ে ভারতীয়রা এই ইভেন্টে অংশ নেবে এবং তিনি তরুণদের থেকে সর্বাধিক অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।আজাদী কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে ২৫ জুলাই মান কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উদ্যোগের ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, “সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি একটি প্রচেষ্টা যাতে সর্বোচ্চ সংখ্যক ভারতীয় একসঙ্গে জাতীয় সঙ্গীত গায়। এর জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে – রাষ্ট্রগান। আমি আশা করি আপনারা এই অভিনব উদ্যোগের সাথে নিজেকে সংযুক্ত করবেন। ”
2021-08-03