আয়ুর্বেদ ভারতের ঐতিহ্য, আয়ুর্বেদের প্রসারে কল্যাণ হবে সমগ্র মানবজাতির। শুক্রবার আয়ুর্বেদ দিবসে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এখন একদিকে ভারত ভ্যাকসিনের টেস্টিং করছে, তেমনই করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আয়ুর্বেদিক গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতাও দ্রুত বাড়াচ্ছে। বর্তমানে শতাধিক জায়গায় এই গবেষণা চলছে। শুক্রবার ভিডিও কনফারেন্সিং মারফত গুজরাটে জামনগরে ইনস্টিটিউট অফ টিচিং এন্ড রিসার্চ ইন আয়ুর্বেদ এবং রাজস্থানের জয়পুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ভার্চুয়াল অনুষ্ঠানে বলেছেন, এবারের আয়ুর্বেদ দিবস গুজরাট ও রাজস্থানের জন্য বিশেষ দিন। আমাদের তরুণ বন্ধুদের জন্যও বিশেষ দিন। আয়ুর্বেদ ভারতের ঐতিহ্য, আয়ুর্বেদের প্রসারে কল্যাণ হবে সমগ্র মানবজাতির। অত্যন্ত গর্বের বিষয় হল, গ্লোবাল সেন্টার ফর ট্রাডিশনাল মেডিসিনের স্থাপনার জন্য ভারতকে বেছে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন ভারত থেকে বিশ্বের জন্য এই লক্ষ্যে কাজ হবে।
প্রধানমন্ত্রী এদিন বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ইন্টিগ্রেট হচ্ছে, স্বাস্থ্য এর থেকে আলাদা নয়। এটা তো প্রতিষ্ঠিত সত্য যে, ভারতে আরোগ্যের সঙ্গে সম্পর্কিত বড় উত্তরাধিকার রয়েছে। তবে এটাও সত্য যে জ্ঞান অধিকাংশ ক্ষেত্রে বই ও শাস্ত্রের মধ্যেই থেকে গিয়েছে। এই জ্ঞান আধুনিক প্রয়োজনীয়তা অনুযায়ী বিকশিত করা দরকার। প্রধানমন্ত্রী বলেন, এই বছরই সংসদের বাদল অধিবেশনে দু’টি ঐতিহাসিক কমিশন গঠন করা হয়েছে। নতুন শিক্ষানীতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, নতুন জাতীয় শিক্ষানীতিতে ভারতে মেডিক্যাল শিক্ষায় একীকরণের পদ্ধতিকে উত্সাহ দেওয়া হয়েছে। একবিংশ শতাব্দীর ভারত টুকরোতে নয়, সর্বজনীনভাবে চিন্তা করে। প্রধানমন্ত্রী আরও বলেন, এখন একদিকে ভারত ভ্যাকসিনের টেস্টিং করছে, তেমনই করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আয়ুর্বেদিক গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতাও দ্রুত বাড়াচ্ছে। বর্তমানে শতাধিক জায়গায় গবেষণা চলছে। করোনা পরিস্থিতিতে সমগ্র বিশ্বে আয়ুর্বেদের চাহিদা দ্রুত বেড়েছে।
2020-11-13