এবার অযোধ্যা মামলা নিষ্পত্তির ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। আজ ছিল এই মামলার ২৬ তম শুনানির দিন। সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দেয়, নির্দিষ্ট দিনের মধ্যে নিস্পত্তি করতে হবে অযোধ্যা মামলা। এমনকি এর জন্য নির্দিষ্ট একটি দিনও ঠিক করে দিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
আগামী ১৮ অক্টোবরের মধ্যে ফয়সালা করার চেষ্টা করতে হবে এই মামলার, জানিয়ে দিল পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।
পাশাপাশি সুপ্রিম কোর্ট জানায়, শুনানি চলাকালীন মামলাকারীরা যদি নিজেদের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে রফাসূত্র বার করতে পারে তাতে আদালতের আপত্তি নেই।
প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে আবেদনকারীদের হাতেই এই মামলার রফাসূত্র বের করার দায়িত্ব দিয়েছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু দুই পক্ষ সহমত না হওয়ায় প্রতিদিন শুনানি শুরু হয়।
এদিকে ওয়াকিবহাল মহলের মতে, বর্তমান প্রধান বিচারপতি তাঁর কার্যকালের মধ্যে এই মামলার নিষ্পত্তি চাইছেন, সেই জন্যই ডেডলাইন। উল্লেখ্য, চলতি বছরের ১৭ নভেম্বর অবসর নেবেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি রজ্ঞন গগৈ।