তথ্য সম্পর্কে জনগণের সচেতন হওয়া গণতন্ত্রের জন্য জরুরি : রাষ্ট্রপতি

তথ্য সম্পর্কে জনগণের সচেতন হওয়া গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি| কিন্তু, নিরপেক্ষ সাংবাদিকতা ছাড়া তা মোটেও সম্ভব নয়| শনিবার বেঙ্গালুরুতে ‘দ্য হিন্দু’ (The Hindu) পত্রিকার দ্বারা আয়োজিত বার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kobind)| রাষ্ট্রপতি বলেছেন, সত্যে পৌঁছনোর জন্য প্রাচীনকাল থেকেই বিতর্ক এবং আলোচনা ভারতের সামাজিক মানসিকতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত| এক্ষেত্রে কোনও সন্দেহ নেই যে, পরিস্থিতিতেই সত্যের উপলব্ধি হয়| কুসংস্কার এবং হিংসা সত্যের সন্ধানকে নষ্ট করে দেয়|


রাষ্ট্রপতি আরও বলেছেন, কখনও কখনও মতবাদ এবং ব্যক্তিগত কুসংস্কার সত্যকে বিকৃত করে| গান্ধীজী (Gandhiji) সত্যের সন্ধানে আমাদের পথ দেখিয়েছেন| রাষ্ট্রপতির কথায়, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া সাংবাদিকতা এবং গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছে| এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে, তবে বর্তমান প্রজন্মে এটি অনেক উদ্বেগের জন্ম দিয়েছে| নতুন মিডিয়া দ্রুত এবং জনপ্রিয়, মানুষ যা দেখতে, শুনতে ও পড়তে চান তাই বেছে নিতে পারেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.