এ এক অবিশ্বাস্য কাণ্ড | কোনো পাহাড়ের ঢাল বেয়ে নয় | বরং রাস্তার উপর দিয়ে ধীরে ধীরে প্রথমে ,তারপর গতি বাড়িয়ে ছুটে এক তাল বরফের স্রোত | আর তা থামিয়ে দিয়েছে পর্যটকদের গাড়ি | রাস্তায় নেমে তারা মুঠো ফোনে তুলে নিচ্ছেন সেই ছবি |
হিমাচল প্রদেশের দৃশ্য এটি | কিন্নর জেলার এটিই হাইওয়ে | দশ ফুটের বরফের দেওয়ার এগিয়ে আসার ছবি আপাতত নেট দুনিয়ায় ভাইরাল | পর্বতারোহীদের কাছে এই দৃশ্য নতুন না হলেও সাধারণ পর্যটকেরা হিমবাহের এমন গতিতে উচ্ছসিত | কিন্নরের পু তিনকু নাল্লহার কাছে এই দৃশ্য দেখে অবশ্য একেক জন একেক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন |
কেউ বলছেন দেখতে যতটা সুন্দর লাগছে,কারণ খুঁজলে ততটাই চমকে যেতে হবে | ক্রমবর্ধমান তাপমাত্রা বিশ্বের সসস্ত হিমবাহকে এভাবেই গলিয়ে যদি নীচে নিয়ে আসে তাহলে তার ভয়ঙ্কর পরিণতির কথা ভেবে শইউরে উঠেছেন অনেকেই |
নেটিজেনদের কেউ আবার বলছেন যে ওই উচ্ছসিত পর্যটকদের জীবনের ঝুঁকি নিয়ে ওভাবে কখনই গতিশীল হিমবাহের সামনে চলে যাওয়া উচিত হয়নি | কারণ প্রকৃতির খেয়ালে নিমেষে তাদের জীবনে নেমে আসতে পারতো বড় রকমের কোন বিপদ |
ওই হিমবাহ আসায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া রাস্তায় কীভাবে কতক্ষণ পরে খুলেছিল বা ওই পর্যটকেরা এগোতে পেরেছিলেন, তা জানা সম্ভব না হলেও এই দৃশ্য সকলেই উপভোগ করেছে প্রাণ ভরে |