খাস কলকাতার মোমিনপুরে আক্রান্ত হিন্দুরা!
লক্ষ্মীপুজোর দিন বেছে বেছে হিন্দুদের দোকানে হামলা চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় একের পর এক বাইক। ঘটনার একাধিক ছবি এবং ভিডিও (সত্যতা যাচাই করেনি রাইজিং বেঙ্গল) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনার পর চিঠি লিখে মোমিনপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দক্ষিণ কলকাতার মোমিনপুর, একবালপুর মূলত বন্দর এলাকা। মুসলিমরাই সংখ্যাগুরু। অভিযোগ, লক্ষ্মীপুজোর আগের রাত থেকেই এখানে হিন্দুদের উপর হামলা শুরু হয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক দল দুষ্কৃতী লাঠি সোঁটা নিয়ে ভাঙচুর চালাচ্ছে। হিন্দুদের বাড়ি থেকে জিনিসপত্র টেনে বাইরে ফেলে দিচ্ছে। ব্যাপক আক্রোশে ভাঙচুর করছে বাইক। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে দোকানঘর।
হিন্দুদের উপর হামলা চালাল কারা? একটু টুইটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, ‘মোমিনপুরের মাইলা ডিপোতে হিন্দুদের দোকান ও বাইকে ভাঙচুর চালায় শান্তিপূর্ণ সম্প্রদায়। যথারীতি মুখ্যমন্ত্রী তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি এবং তাঁদের ফ্রি হ্যান্ড দিয়েছেন’।
শুভেন্দু অধিকারী টুইট করে লেখেন, ‘ইকবালপুর পুলিশ স্টেশন দখল হয়ে গিয়েছে। মমতার পুলিশ থানা ছেড়ে পালিয়েছে। কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্যের মুখ্যসচিব কোনও কাজের না। অনুগ্রহ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে।’ শুভেন্দু টুইট করে জানান যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল লা গণেশনকে চিঠি লিখেছেন এই পরিস্থিতি নিয়ে। ফের একবার তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তোলেন।
Source : Exclusive: Islamists in Mominpore wanted local Hindu Dalits to stop Lakshmi Puja, remove pandals of Durga Puja