রামনবমী এবং হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে। একটা দুটো নয়, দেশ জুড়ে এমন একাধিক ঘটনা সামনে এসেছে। এবার এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী বিনীত জিন্দাল। তাঁর দাবি, দেশ জুড়ে হিন্দুদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। এতে দেশবিরোধী শক্তিও জড়িত থাকতে পারে।
ওই জনস্বার্থ মামলায় শীর্ষ আদালতের কাছে আর্জি জানানো হয়েছে, রামনবমী ও হনুমানজয়ন্তীর শান্তিপূর্ণ শোভাযাত্রায় যেভাবে হামলা চালানো হয়েছে, তার পিছনে আইসিস বা অন্য কোনও আন্তর্জাতিক সংগঠনের হাত রয়েছে কিনা, তা সুপ্রিম কোর্ট যেন খতিয়ে দেখে।
অপর একটি পিটিশনে আইনজীবী সুপ্রিম কোর্টে আর্জি জানান যে দিল্লির জাহাঙ্গিরপুরীতে হনুমানজয়ন্তীর শোভাযাত্রায় হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করা হোক। আইনজীবী অমৃতপাল সিং খালসা দুই পাতার চিঠিতে প্রধান বিচারপতি এনভি রমন্নাকে সুপ্রিম কোর্টের কোনও বিচারপতির নেতৃত্বেই একটি তদন্তকারী কমিটি গঠনের আর্জি জানান নিরপেক্ষ তদন্তের জন্য।
সুপ্রিম কোর্টে দাখিল করা আর্জিতে বলা হয়েছে, ‘যে ঘটনাগুলি ঘটেছে, তাতে আইসিস বা অন্য কোনও দেশবিরোধী ও আন্তর্জাতিক সংগঠনের হাত থাকার সম্ভাবনা রয়েছে, যা ভারতের সামাজিক কাঠামোর ভারসাম্য নষ্ট করছে। ভক্তদের লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে এবং পাথর ছোঁড়া হয়েছে। এটা দেশের সার্বভৌমের জন্য ঝুঁকিপূর্ণ’।