রণক্ষেত্র নদিয়া। গরুপাচারে বাধা দেওয়ায় বিএসএফের উপর হামলা। পাল্টা গুলি চালায় বিএসএফ-ও। ঘটনায় মুনতাজ হোসেন (৩২) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের বিষ্ণুপুর সীমান্তের ঘটনা।
শনিবার গভীর রাতে মুনতাজ হোসেন কয়েকটি মোষ বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে বাধা দেন।
অভিযোগ, পাচারে বাধা পেয়েই হিংস্র হয়ে ওঠে ওই বাংলাদেশি। ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের উপরে হামলা চালায়। তখন আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। আর তাতেই মৃত্যু ওই ওই বাংলাদেশি গরু পাচারকারীর।
সূত্রের খবর, নিহত মুনতাজ হোসেন বাংলাদেশের দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া গ্রামের বাসিন্দা। পরে বিএসএফের তরফে মৃতদেহটি কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। তাঁরা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।