এবার জঙ্গিদের টার্গেট লিথিয়াম ভাণ্ডার। জম্মু-কাশ্মীরে দেশের প্রথম লিথিয়াম খনির হদিশ মিলেছে। কিন্তু লিথিয়াম উত্তোলন করে তা ব্যবসার কাজে লাগালে হামলা করা হবে বলে হুমকি দিল পাক জঙ্গি সংগঠন জইশ-এর সঙ্গী পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট। এর আগে ভারতীয় সেনাকেও বারবার হুমকি দিয়েছে তারা।
গত ৯ ফেব্রুয়ারি ভারতীয় ভূতত্ত্ব সমীক্ষকরা আবিষ্কার করেছিলেন, জম্মু-কাশ্মীরের রিয়াসিতে প্রায় ৬ মিলিয়ন টনের লিথিয়াম খনি রয়েছে। এরপরই পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্টের তরফে হুমকি চিঠি, জইশের সঙ্গী এই সংগঠনটি উপত্যকার উন্নতি সাধন করবে এবং কোনও ভারতীয় সংস্থা যাতে তাদের ‘নিজেদের’ প্রাকৃতিক সম্পদ তুলে নিয়ে যেতে না পারে, সেই ব্যবস্থাও করবে। কেউ সে কাজ করলে তাদের উপর হামলা হবেই।
হুমকি চিঠির পাশাপাশি ড্রোনের ছবি পাঠিয়েও তারা বুঝিয়ে দিয়েছে, লিথিয়াম খনির উপর কতটা নজরদারি চালাচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে অত্যাধিক সতর্ক। বলা হচ্ছে, কাশ্মীরে যে নতুন শিল্প গড়ে ওঠার প্রভূত সম্ভাবনা, তা বানচাল করতেই পাক মদতে জঙ্গিরা এমন হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, যুব প্রজন্মের মাথায় জিহাদের ভূত চাপিয়ে তাদের চাকরির রাস্তা থেকেও সরানো হচ্ছে। তবে জঙ্গিদের এহেন কৌশল কোনওভাবেই কাজে আসবে না বলে পালটা প্রত্যয়ী পুলিশও।