ঈদের আনন্দে মেতে উঠেছে কাশ্মীর উপত্যকা। কিন্তু, এখন তো আনন্দ করার সময় নয়, করোনাকে হারানোর সময়, সেটা হয়তো ভুলে গিয়েছিলেন কাশ্মীরের মানুষজন। প্রশাসন একটু ঢিলেমি দিতেই, করোনা-বিধিকে উপেক্ষা করেই চলছিল কেনা-বেচা। ঘোরাঘুরি চলছিল অবাধে, তাই বুধবার কঠোর হল জম্মু ও কাশ্মীর প্রসাশন। এদিন সকাল থেকেই কারফিউর মতো কড়াকড়ি ছিল ভূস্বর্গে। এদিন গুরুত্বপূর্ণ রোড ব্যারিকেড করে দেয় সুরক্ষা বাহিনী। বাজার বন্ধ ছিল, রাস্তায় গাড়িও চলাচল করেনি। মঙ্গলবার বাণিজ্যিক কেন্দ্র লাল চক-সহ বিভিন্ন প্রান্তে ভিড় ছিল চোখে পড়ার মতো। তাই বুধবার অত্যন্ত কঠোর হল জম্মু ও কাশ্মীর প্রশাসন।এদিকে, জম্মু ও কাশ্মীরে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ৩০ জনের। ৩০ জনের মৃত্যুর পর জম্মু ও কাশ্মীরে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২৮৭৭। জম্মুতে মৃত্যু হয়েছে ২১ জনের এবং বাকি ৯ জনের মৃত্যু হয়েছে কাশ্মীর উপত্যকার বিভিন্ন হাসপাতালে।
2021-05-12