ভাদোদরার উপকণ্ঠে দু’টি ট্রাকের সংঘর্ষে মৃত ১১, আহত ১৫ জন

গুজরাটের ভাদোদরা শহরের উপকণ্ঠে দু’টি ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ১১ জন। ভয়াবহ দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছন আরও ১৫ জন। বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাদোদরা শহরের কাছে ওয়াঘড়িয়া ক্রসিং হাইওয়েতে। আহত অবস্থায় ১৫ জনকে স্থানীয় এসএসজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, বুধবার ভোরে ওয়াঘড়িয়া ক্রসিং হাইওয়েতে দু’টি ট্রাকের তীব্র সংঘর্ষ হয়। একটি মিনি-ট্রাক অপর একটি ট্রাকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় একটি ট্রাকের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের এবং ১৫ জন কমবেশি আহত হয়েছেন।
ভাদোদরার এসএসজি হাসপাতালের সুপার রঞ্জন আয়ার জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের এবং ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের সাহায্য প্রদানের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন সকালেই গুজরাটে আরও একটি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গুজরাটের সুরেন্দ্রনগর জেলার কোঠারিয়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। ফলে গাড়িটি উল্টে যায়, এই দুর্ঘটনায় মৃত্যু হয় ৪ জনের। পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.