উত্তরপ্রদেশের বানানো হল দীর্ঘ এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে ২৬৯ কিমি লম্বা। উত্তরপ্রদেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি এই এক্সপ্রেসয়ে বানিয়েছে বলে জানা গেছে। এই সড়কটি তৈরি করতে খরচ হয়েছে ১৪, ৮৫০ কোটি টাকা। আশা করা হয়েছে, এই সড়কের ফলে যোগী সাধারণ মানুষের যোগাযোগ মাধ্যম আরও উন্নত হবে। এই দীর্ঘ এক্সপ্রেসওয়ে নিঃসন্দেহে গর্বের ভারতবাসীদের কাছে।
যোগাযোগের দারুণ মাধ্যম হওয়া ছাড়াও এই বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে কর্মসংস্থানের দিক দিয়েও বেশ উপকারের মুখ দেখাবে বলে আশা করা হয়েছে। প্রসঙ্গত, চিত্রকূট জেলার ভারতকূপের কাছে গোন্ডা গ্রামে এনএইচ-৩৫ থেকে এই এক্সপ্রেসওয়ে এটাওয়া জেলার কুদ্রাইল গ্রামের নিকটবর্তী এলাকা পর্যন্ত প্রসারিত। কুদ্রাইল গ্রাম এলাকার পাশেই এই এক্সপ্রেসওয়ে আগ্রা-লখনউ এক্সপ্রেসের সঙ্গে মিলে গেছে।
ভিজ, মাহোবা, চিত্রকূট, বান্দা, জালাউন, হামিরপুর, আউরাইয়া এবং এটাওয়া নামক মোট ৭টি গ্রামের মধ্যে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে যাচ্ছে। উল্লেখ্য, এর মধ্যে দুটি জেলায় আবার করিডোর তৈরির কাজও শুরু হয়ে গেছে। এই দুটি জেলার নাম হল যথাক্রমে বান্দা ও জালাউন।
2022-07-18