আসামের মুসলিম জনবিস্ফোরণে চিন্তিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলে ফেললেন রাজ্য শীঘ্রই কাশ্মীরে পরিণত হবে যদি না তাড়াতাড়ি এই অবস্থা রোখার জন্য কার্যকরী পদক্ষেপ নেয়া না হয়।
দুদিনের বরাক ভ্যালি সফরে এসে শিলচরে সংঘ কার্যালয়ে এসে মত প্রকাশ করতে গিয়ে তিনি এই বিপদসংকেত দেন। উলেখ্য, কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি নিয়ে গঠিত বরাক ভ্যালির জন বিন্যাস ও দ্রুত পাল্টাচ্ছে।
আসাম অতি শীঘ্রই কাশ্মীর হবে। ধর্মীয় সত্ৰাগুলো বেদখল হতে চলেছে, হিন্দুরা ক্রমাগত আক্রমণের শিকার। চা বাগানের হিন্দুরাও আক্রান্ত হচ্ছে,” শর্মা বলেন।
আমি হিন্দু সংগঠনগুলোকে আহ্বান করছি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে, কারণ শুধুমাত্র রাজনৈতিক প্রতিরোধ যথেষ্ট নয়।
জুন মাসে, অসম সরকার বৈষ্ণব সত্রার পাশাপাশি বসবাসকারী বেআইনিভাবে বসবাসরত পরিবারগুলোকে উৎখাত করা শুরু করে।
শর্মা এও বলেন যে বাঙালি হিন্দুরা আসামের জন্য মোটেই বিপদজনক নয়, কারণ তাঁরা ভারতীয়তা ও অসমীয়া জাতীয়তাবাদ যা ভারতীয়তারই অপর নাম তার সাথে সহাবস্থানে বিশ্বাসী। অসমীয়ারা এই সত্যি সম্বন্ধে অবগত। তিনি আরো বলেন সি এ এ ও এন আর সি দেশের জন্য জরুরি।