আসামে (Assam) কট্টরপন্থী ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (PFI) নিষিদ্ধ ঘোষণা করার দাবি নিয়ে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করলো হিন্দু ছাত্র সঙ্ঘ। ছাত্র সংগঠনটির পক্ষ থেকে ইতিমধ্যেই এই দাবির সপক্ষে অনলাইনে প্রচার শুরু হয়েছে। সেই প্রচারে সাড়াও মিলছে অল্পবিস্তর। তাঁর পাশাপাশি অনলাইনে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করলো ছাত্র সংগঠনটি। প্রসঙ্গত, অরাজনৈতিক ছাত্র সংগঠন হিন্দু ছাত্র সঙ্ঘের বিরাট প্রভাব রয়েছে আসামের বরাক উপত্যকায়।
আসামে নাগরিকতা সংশোধনী আইনের বিরোধীতায় ছড়িয়ে পড়া হিংসায় মদত ছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে দাঙ্গা, হিংসার পিছনে অর্থ জুগিয়েছে এই কট্টরপন্থী ইসলামিক সংগঠনটি। উত্তর প্রদেশ, দিল্লীসহ একাধিক রাজ্যে হিংসায় জড়িত PFI। তাছাড়া, আসামে হিংসা ও লাভ জিহাদে মদত দেওয়ার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। ফলে আসামের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে, এমনটাই দাবি হিন্দু ছাত্র সঙ্ঘের। তাই সংগঠনটিকে আসামে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তাঁরা। এই কাজে তাঁরা change.org-তে( http://chng.it/QysjcMhD ) স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। সকলের কাছে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে ছাত্র সংগঠনটির তরফে।