ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর শপথ নিলেন হরিয়ানার আম্বালার বিজেপি বিধায়ক অসীম গোয়েল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, কোনও প্রেক্ষাগৃহে বহু মানুষের উপস্থিতিতে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর শপথ নেওয়া চলছে। মঞ্চে উপস্থিত ছিলেন সুদর্শন টিভির সুরেশ চৌহানকেও।
ভাইরাল ভিডিওতে বিজেপি বিধায়ক এবং অন্যদের বলতে শোনা যাচ্ছে, ‘ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য যে কোনও রকম ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত’। প্রয়োজনে বলিদান দিতেও পিছপা হবেন না বলেও শপথ নেন তাঁরা।
পরে এই নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি বিধায়ক অসীম গোয়েল বলেন, ‘এই শপথটি প্রায় ৪০০ বছর আগে ছত্রপতি শিবাজি মহারাজ নিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল যে ভারত একটি হিন্দু রাষ্ট্র’। তাঁর কথায়, ‘দেশের নাগরিক সে যে কোনও ধর্মেরই হোক না কেন, তিনি আসলে হিন্দু’।
বিধায়ক অসীম গোয়েল আরও বলেছেন যে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মানুষও একজন হিন্দু, যদি তার ভারতের প্রতি শ্রদ্ধা থাকে। বিধায়কের কথায়, যখন ধর্মের নামে বিভাজন হয়েছে, তাহলে দেশে ধর্মের নামে দাঙ্গা কেন? বিধায়ক বলেন, আজ দীপাবলি ও রাম নবমীতে পাথর ছোড়া হচ্ছে। তাঁর স্পষ্ট কথা, এ দেশে যে থাকতে চায় তাকে হিন্দু রাষ্ট্র অনুযায়ী ভারতীয় হিসেবে থাকতে হবে।