কংগ্রেসের সভাপতি পদ নিয়ে ওঠা চর্চায় রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগেসের প্রবীণ নেতা অশোক গেহলট এর নাম উঠে আসছে। গেহলট কে রাহুল গান্ধীর যায়গায় দলের সভাপতি নির্বাচিত করা হতে পারে বলে শোনা যাচ্ছে। আর এরকম হলে ওনাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হতে পারে। এবং ওনার যায়গায় রাজস্থানের মুখ্যমন্ত্রী হবেন রাজস্থান কংগসের সভাপতি তথ্যা উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট।
লোকসভা নির্বাচনে জবরদস্ত হারের পর প্রদেশ সরকার আর সংগঠনের মধ্যে বদল আনার চর্চা শুরু হয়েছিল। তাছাড়াও রাজস্থানের উপমুখ্যমন্ত্রী তথা রাজ্য সভাপতি সচিন পাইলট এই সিদ্ধান্ত রাহুল গান্ধীর উপরেই ছেড়ে দেন। এবার গেহলট যদি দিল্লীর দ্বায়িত্ব সামলান, তাহলে পাইলটের হাতে রাজ্যের দ্বায়িত্ব চলে আসবে।
সবথেকে কম বয়সে সাংসদ হওয়া থেকে শুরু করে, ৩৬ বছর বয়সে কংগ্রেসের গুরু দ্বায়িত্ব সামলানো সচিন পাইলট রাজ্য কংগসের পোস্টার বয়। রাজ্য সভাপতি রুপে বিধানসভা নির্বাচনে জয় হাসিল করা, এবং রাজ্যে কংগ্রেস সরকার বানানোর পিছনে বড় হাত ছিল সচিন পাইলটের।
যদিও লোকসভা নির্বাচনে ওনার ম্যাজিক আর চলেনি! মাত্র চার মাসের মধ্যে রাজ্যে মুখ থুবড়ে পড়ে কংগ্রেস। উনি সেই সময় কংগ্রেসের দ্বায়িত্ব কাঁধে নিয়েছিলেন, যখন রাজ্যে বিধানসভা নির্বাচনে মাত্র ২১ টি আসন পেয়েছিল কংগ্রেস। এরপর বিরোধী আসনে বসে সংগথন মজবুত করার সাথে সাথে, নানারাকম ইস্যু নিয়ে শাসক দল বিজেপিকে আক্রমণ করেছিল সচিন পাইলট।