Ashok Gehlot Impressed With President: ‘প্রতিটি শব্দ…’, রাষ্ট্রপতি দ্রৌপদীর ভাষণে ‘মুগ্ধ’ রাজস্থানের মুখ্যমন্ত্রী

রাষ্ট্রপতি পদে শপথগ্রহণের পর সংসদের সেন্ট্রাল হলে ভাষণ রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই ভাষণে ‘মুগ্ধ’ হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট। রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার বক্তব্যের প্রতিটি শব্দ অর্থপূর্ণ ছিল। আমি খুবই মুগ্ধ। একজন আদিবাসী মহিলার এই মতামত প্রশংসনীয়। আমি আশা করি তিনি আজ জাতির কাছে যে অঙ্গীকার করেছেন তা পূরণ করবেন।’

একাধিক নজির গড়ে আজ ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। আজ রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর নিজের ভাষণে দ্রৌপদী বলেন, তাঁর রাষ্ট্রপতি হওয়া কোটি কোটি নারীর স্বপ্ন ও সামর্থ্যের প্রতিফলন। দ্রৌপদী বলেন, ‘সমস্ত ভারতীয়দের প্রত্যাশা, আকাঙ্ক্ষা এবং অধিকারের প্রতীক – সংসদে দাঁড়িয়ে আমি বিনীতভাবে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের বিশ্বাস এবং সমর্থন এই নতুন দায়িত্ব পালনের জন্য আমার কাছে একটি বড় শক্তি হবে।’

রাষ্ট্রপতি দ্রৌপদী এদিন আরও বলেন, ‘আমি সৌভাগ্যবান যে স্বাধীনতার ৭৫তম বছরে দেশের রাষ্ট্রপতি হিসেবে সেবা করার সুযোগ পেয়েছি। রাষ্ট্রপতি হিসেবে আমার পদোন্নতি শুধু আমার নয়, দেশের সকলেরই কৃতিত্ব। প্রতিটি দরিদ্র মানুষ, প্রতিটি প্রান্তিক মানুষ আমাকে এই পদক্ষেপে আমাকে আশীর্বাদ করেছেন এবং তাই আমি সম্মানিত বোধ করছি। আমি নারী ও যুবকদের আশ্বস্ত করতে চাই যে তাঁদের স্বার্থ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ এদিন তিনি নিজের আদিবাসী ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, ‘আমি সেই আদিবাসী ঐতিহ্যে জন্মগ্রহণ করেছি যা হাজার বছর ধরে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবন চালিয়ে গিয়েছে। আমি আমার জীবনকালে বন ও জলাশয়ের গুরুত্ব উপলব্ধি করেছি। আমরা প্রকৃতি থেকে প্রয়োজনীয় সম্পদ গ্রহণ করি এবং সমান শ্রদ্ধার সাথে প্রকৃতির সেবা করি।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.