প্রাচীন মসজিদ। তারই পুনর্নিমাণ কাজ শুরু হয়েছিল। কিন্তু মাটি খোঁড়াখুঁড়ি শুরু হতেই নীচ থেকে পাওয়া গেল মন্দিরের মতো নিদর্শন। ম্যাঙ্গালোরের কাছে মালালি এলাকায় জুমা মসজিদের পুনর্নিমাণের সময়ের ঘটনা। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, একসময় ওখানে মন্দির ছিল। জোর করে ধ্বংস করে মসজিদ তৈরি করা হয়েছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে মসজিদ কর্তৃপক্ষকে। খতিয়ে দেখা হচ্ছে জমির দলিলপত্র। তার পরেই জারি হবে পরবর্তী নির্দেশ। এই সময়ে সাধারণ মানুষকেও শান্তি বজায় রাখতে বলা হয়েছে।
দক্ষিণ কন্নড়ের ডেপুটি কমিশনার রাজেন্দ্র কেভি বলেছেন, ‘আমি ফিল্ড অফিসারদের কাছে এ বিষয়ে খবর পেয়েছি। পুরনো কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। জমির মালিকানা নিশ্চিত করার চেষ্টা চলছে। ওয়াকফ বোর্ডের কাছ থেকেও এ বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। ততদিন মসজিদের কাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছি আমরা’।
বিশ্ব হিন্দু পরিষদের তরফে জেলা প্রশাসনকে জানানো হয়েছে, মন্দির ছিল কিনা তা নিয়ে তথ্যপ্রমাণ যতদিন না মিলছে, ততদিন ওই মসজিদ রেনোভেশনের কাজ যেন বন্ধ রাখা হয়। আপাতত এলাকায় শান্তি বজায় রাখায় আহ্বান জানিয়েছে প্রশাসন। তথ্য প্রমাণের জন্য সাধারণ মানুষকে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলা হয়েছে।