রাজ ঠাকরে আগেই বলেছিলেন, মসজিদ থেকে মাইক না খুললে ডবল সাউন্ডে হনুমান চালিশা পাঠ করা হবে। যেমন কথা তেমন কাজ। রোখা গেল না রাজ ঠাকরেকে। আজানের সময় তারস্বরে হনুমান চালিশা বাজানো হল মুম্বইতে।
জানা গিয়েছে, বুধবার সকালে মুম্বইয়ের চারকোপ এলাকায় ভোর ৫ টার নমাজের সময় লাউডস্পিকারে হনুমান চালিশা চালিয়ে দেন নব নির্মাণ সেনার কর্মীরা। একটি বহুতল আবাসনের ছাদে লাগানো হয় মাইক। আজান শুরু হতেই চালু হয়ে যায় হনুমান চালিশা পাঠ।
মঙ্গলবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে বলেছিলেন, ‘আমি সমস্ত হিন্দুদের কাছে আবেদন করছি যে আগামীকাল ৪মে আপনি যদি লাউডস্পিকারে আজান শুনতে পান তবে সেই জায়গাগুলিতে লাউডস্পিকারে হনুমান চালিশা বাজান। তবেই তারা এই লাউডস্পিকারের কারণে সৃষ্ট ঝামেলা বুঝতে পারবে। আমি সমস্ত হিন্দুদের কাছে তাদের হনুমান চালিশা পাঠ করার জন্য আবেদন করি।’
তিনি আরও বলেন, ‘সকল নাগরিকের উচিত এর বিরুদ্ধে স্বাক্ষর অভিযান শুরু করা এবং স্বাক্ষর সহ স্থানীয় থানায় আবেদনপত্র জমা দেওয়া। যদি কেউ শুনতে পান যে মসজিদে লাউডস্পিকার চলছে, নাগরিকদের উচিত ১০০ডায়াল করে অভিযোগ করা। মানুষের প্রতিদিন এই নিয়ে অভিযোগ করা উচিত।’ পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, লাউডস্পিকারে আজান হলে ডবল সাউন্ডে হনুমান চালিশা পাঠ হবে। বুধবার তারই সাক্ষী থাকল মুম্বই।