‘জনগণমন-র মতোই গুরুত্বপূর্ণ’, বন্দে মাতরম-কেও বিশেষ মর্যাদা দেওয়ার পক্ষে সওয়াল কেন্দ্রের

‘বন্দে মাতরম’কে এবার ‘জনগণমন’-র মতো মর্যাদা দিতে হবে, এই দাবিতে দিল্লি হাইকোর্টে হলফনামা জমা করা হল কেন্দ্রীয় সরকারের তরফে। কেন্দ্রীয় সরকারের দাবি, জয়ীই সঙ্গীতের মতো বন্দে মাতরমওয়েও সম মর্যাদা দিতে হবে। এর আগে এই দাবি ইতিমধ্যে পিটিশন ফাইল করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। এবারে, অবশেষে কেন্দ্রীয় সরকারের তরফে হরলফনামা জমা করা হল হাইকোর্টে।

কেন্দ্রীয় সরকারের তরফে হলফনামা জমা দেওয়া হয় গত শনিবারে দিল্লি হাইকোর্টে। মূলত, এই হলফনামাটি জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। যদিও, এই ইস্যুকে কেন্দ্র করে এর আগে একাধিকবার পিটিশন দায়ের হয়েছিল। কিন্তু, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তা নাকচ করে দেওয়ায় বিষয়টি আর জাতীয় স্তরে মান্যতা পায়নি। তবে, এই আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হলফনামা পেশ এই ইস্যুতে আরও অনুঘটকের কাজ করলে বলে দাবি করছেন অনেকেই।

এই খবর প্রকাশ্যে আসতেই সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, “বিজেপি যে আমাদের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত কোনওটাই মানে না তা আমরা বারবারই বলেছি। সেটা ওরা প্রকাশ্যে বলতে পারছে না। জাতীয় সঙ্গীতকে অমর্যাদা করার একটা মনভাব এখানে স্পষ্ট হচ্ছে কেন্দ্রের পদক্ষেপে। এটা খুবই দুর্ভাগ্যজনক”। অপরদিকে, এই খবরে খুশি জাহির করে শমীক ভট্টাচার্যের মন্তব্য, “খুবই আনন্দের বিষয়। গোটা দেশে মানুষ যারা ভারত আত্মাকে শ্রদ্ধা করেন তারা সবাই আনন্দ পাবেন। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। সুজনবাবুর বক্তব্য শুনছিলাম। আজ ভারতের কমিউনিস্টরা যদি এই দেশের সংস্কৃতির প্রতি কিছুটা শ্রদ্ধাশীল হতেন তাহলে তাদের শক্তি বা তাদের নেতৃত্বের চেহারা অন্যরকম হতো”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.