প্রায় এক বছর ধরে চলা কৃষি আন্দোলনের ফলে ভারতের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (Confederation of All India Traders বা C A I T) ও অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন (All India Transport Welfare Association বা A I T W A) এর সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে।
সূত্রের আরো খবর , একই দিনে প্রায় এক লক্ষ লরি বা ট্রাক যাতায়াত করে দিল্লীতে (Delhi)। এই আন্দোলনের ফলে তা ব্যাপক ভাবে ব্যাহত হয় , ফলে হয় ব্যাপক ক্ষতি , জিনিসপত্রের দামও বৃদ্ধি পায় ওই একই কারণে।
এন আই এ সূত্রে খবর , এই আন্দোলনের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত ছিল বা সেই অর্থে এখনো আছে বিভিন্ন পাক (Pakistani) গোয়েন্দা সংস্থা আই এস আই I
ISI মদত পুষ্ট খালিস্থানি (Khalistani) সংগঠন। এই সংগঠনগুলির মধ্যে প্রাথমিক ভাবে নাম পাওয়া গিয়েছে পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন (Poetic Justice Foundation বা P J F) , খালসা এইড (Khalsa Aid বা K A) ও শিখ ফর জাস্টিস (Sikhs For Justice বা S F J)।
এই সংগঠনগুলির সাথে বলিউডের বেশ কিছু সেলিব্রিটিরও সম্পর্ক আছে (যাদের মধ্যে অধিকাংশই মুসলিম ও বাকিরা বামপন্থী ) বলেও জানা গিয়েছে।
এই সংগঠনগুলির মধ্যে শিখ ফর জাস্টিস (Sikhs For Justice বা S F J) এই কৃষি আন্দোলনের পিছনে খরচ করেছে এক লক্ষ্য পঁচিশ হাজার মার্কিন ডলার ($ one lakh twenty five thousand USD)।
প্রসঙ্গত , এই আন্দোলনের ফলে মারা গিয়েছেন প্রায় ৬০০ মানুষ , আহত হয়েছেন প্রায় ১০০০ জন , যার মধ্যে ৪০০ জন পুলিশ। আন্দোলনের ফলে বিভিন্ন সময় ও বিভিন্ন ভাবে যৌন হেনস্থার শিকার হয়েছেন প্রায় ৩১ জন মহিলা যার মধ্যে তিনটি ধর্ষণের ঘটনাও আছে।