ফলে থুতু মিশিয়ে সেই ফল খদ্দেরদের বিক্রি করে ভাইরাস ছড়ানোর চেষ্টা করলো এক মুসলিম ফল বিক্রেতা। সেই অভিযোগে ওই মুসলিম ফল বিক্রেতার বিরুদ্ধে FIR দায়ের করলো পুলিস। ঘটনা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রায়সেন এলাকার।

ছবি: FIR কপি

কিছুদিন আগেই বোধরাজ টিপটা (Bodraj Tipta) নামে এক ব্যক্তি রায়সেন এলাকার একটি পানের দোকানে এক বন্ধুর সঙ্গে বসে ছিলেন। তিনি দেখেন যে এক মুসলিম ফল বিক্রেতা থুতু মেশাচ্ছেন বিভিন্ন রকমের ফলে। তারপর সেই ফল খদ্দেরদের বিক্রি করছেন। তখন বোধরাজ সেই ঘটনার একটি ভিডিও রেকর্ড করেন। পরে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। গতকাল বোধরাজ থানায় (Bodharaj police station) ওই মুসলিম ফল বিক্রেতা শেরু মিঞার (Sheru Mia) বিরুদ্ধে FIR দায়ের করেন। তাঁর বিরুদ্ধে IPC ২৬৯ ও ২৭০ ধারায় মামলা দায়ের করেছে পুলিস। শেষ পাওয়া খবর অনুযায়ী, শেরু মিঞার খোঁজ করছে পুলিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.