এক সপ্তাহ ধরে শারীরিক অসুস্থতা নিয়ে এইমসে ভরতি দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে৷ জানা গিয়েছে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় ভেন্টিলেটর থেকে সরিয়ে ইসিএমও অর্থাৎ, এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেইন অক্সিজেনশনে রাখা হয়েছে৷
শনিবার সকালে অরুণ জেটলিকে দেখতে হাসপাতালে যান, জিতেন্দ্র সিং থেকে শুরু করে আরও অনেকে৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন এবং বসপা সুপ্রিমো মায়াবতীরও তাঁকে দেখতে যাওয়ার কথা৷ হাসপাতালে যান অভিষেক মনু সিংভিও৷
জানা যায়, গত ৯ অগগস্ট হঠাৎই শ্বাসকষ্ট হওয়ায় অরুণ জেটলিকে এইমসে ভরতি করা হয়৷ শুক্রবার তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি হতে শুরু করে৷ জানা যায়, প্রাক্তন অর্থমন্ত্রীর ফুসফুসে সংক্রমণও হয়েছে৷ যার কারণে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ার পরেও ফের অবনতি দেখা যায়৷
এদিকে তাঁর চিকিৎসকেরা অরুণ জেটলির শারীরিক অবস্থার অবনতি সংক্রান্ত কোনও ভ্রান্ত খবর সোশ্যাল মিডিয়ায় ছড়ানো থেকে বিরত থাকতে বলেছেন৷
সূত্রের খবর, অর্থমন্ত্রীর ক্যানসার ধরা পড়ে৷ সার্জারি প্রয়োজন৷ সেই জন্য তড়িঘড়ি আমেরিকা যাওয়া৷ সেই কারণে ১ ফেব্রুয়ারি মোদী সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ করতে পারেননি অরুণ জেটলি৷ রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়৷ তিনিই পেশ করেন অন্তর্বর্তী বাজেট৷
২০১৮ সালের মে মাসের মাঝামাঝি সময় থেকে কিডনি জনিত সমস্যার কারণে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি নিতে হয় জেটলিকে৷ এরপরই শুরু হয় ডায়ালিসিস৷ পরে ভরতি হন এইমসে৷ সেখানে মন্ত্রীর কিডনি প্রতিস্থাপন করা হয়৷
৯ অগাষ্ট তাঁর অসুস্থ হয়ে পড়ার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সঙ্কটজনক জেটলি, খবর শোনার পরেই এইমসে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যায়, সেখানে ডাক্তারদের সঙ্গে কথাও বলেন মোদী৷ প্রায় কয়েক ঘন্টা থাকার পর সেখান থেকে বেরিয়ে যান।