সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ফের সীমান্তে গোলাবর্ষণ পাক সেনার। শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান। খতম হয়েছে পাক রেঞ্জার্সের দু’জন সেনাও।
জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১টা নাগাদ সীমান্ত রেখার ফারকিয়ান, তাংধার এবং সুন্দরবেনি এলাকা লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। পাক সেনার গুলিতে নিহত হন ভারতীয় জওয়ান নায়েক কৃশণ লাল (৩৪)। সেনার তরফে জানানো হয়েছে তিনি জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরের বাসিন্দা। এরপরেই পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। নিহত হয়েছে পাকিস্তানি সেনার ২ জওয়ানও।
গত কয়েক বছরে এই নিয়ে অসংখ্যবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনাবাহিনী। ২০০৩ সালে সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তারপর থেকে এই নিয়ে দ্বিতীয় বার তাংধার সেক্টরে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই হয়েছে। এর আগে ২০১৭ সালে পুঞ্চ এবং রাজৌরি সেক্টরে একবার আর্টিলারি গান ব্যবহার করা হয়েছে। সেই ঘটনার প্রায় ২ বছর পর ফের সীমান্তে দু-পক্ষের গুলির লড়াইয়ে ব্যবহার করা হয়েছে এই আর্টিলারি গান।
এর আগে সোমবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক রেঞ্জার্স। গুলিতে আহত হন তিনজন স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে ছিল দশদিনের এক শিশুও। মঙ্গলবার হাসপাতালে মৃত্যু হয়েছে ওই শিশুটির।