পূর্ব লাদাখে চিনা আগ্রাসন এবং কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সংঘর্ষ বিরতি লংঘন করোনা পরিস্থিতির মধ্যেও সাহসিকতার সঙ্গে মোকাবেলা করে গিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই সম্পর্কে বলতে গিয়ে বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারওয়ানে জানিয়েছেন, ২০২০ সাল দেশের সামনে অনেক প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছিল। করোনা মহামারী সঙ্গে লড়াই করার পাশাপাশি উত্তর সীমান্তে সাহসিকতার সঙ্গে লড়ে গিয়েছে সেনাবাহিনী। প্রাক্তন সেনা কর্মীদের শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে আর্মড ফোর্সেস ভেতেরানস ডে পালন করা হয়। এদিন সেখানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান জানিয়েছেন, সেনাবাহিনী এবং দেশের সামনে গত বছর অনেক প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছিল। সাহসিকতার সঙ্গে উত্তর সীমান্তে মোকাবিলা করে গিয়েছে সেনাবাহিনী। আবার একই সঙ্গে করোনা মহামারী বিরুদ্ধেও লড়াই করতে হয়েছে তাদের। প্রাক্তন সেনাকর্মীদের সহযোগিতা পাওয়ার জন্য গৌরবান্বিত অনুভব করছি। বাংলাদেশ যুদ্ধের স্মরণে ২০২১ সালে স্বর্ণ বিজয় বর্ষ হিসেবে পালন করা হবে। এর জন্য একাধিক অনুষ্ঠান এবং কর্মসূচির আয়োজন করা হবে। ১৯৭১ সালের যুদ্ধে যেসব বীরসেনানীকে সাহসিকতার জন্য পদক প্রদান করা হয়েছিল। সেইসব সেনানীদের গ্রামের থেকে মাটি এনে এবং তারা যেখানে যুদ্ধ জয়লাভ করেছিল সেখান থেকে মাটি এনে স্মৃতি সৌধ গড়ে তোলা হবে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে। প্রবীণ সেনানীদের কল্যাণে চিরকাল কাজ করে যাবে সেনাবাহিনী। অবসরগ্রহণের পর বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে চলেছেন বহু সেনাকর্মী। প্রকৃত দেশপ্রেমিকের অনন্য নজির রেখে চলেছেন সেনা কর্তারা।
2021-01-14