মঙ্গলবার রাতে উত্তর আফগানিস্তানের (Afghanistan) কুন্দ্রুজ প্রান্তের গুল নেপা জেলায় সেনা (Army) জঙ্গি ডেরায় হানা দেয়। সেনার এই হানায় কমপক্ষে আট জঙ্গি খতম হয়েছে বলে খবর। সেনা হেলিকপ্টারের সাহায্যে তালিবানি (Taliban) জঙ্গি আস্তানায় হানা দেয়। প্রান্তীয় সরকারের মুখপাত্র ইস্মাতুল্লাহ মুরাদি বুধবার এই কথা জানান।
আধিকারিক সুত্র থেকে খবর নিয়ে সংবাদমাধ্যম জানায়, আট জঙ্গি খতম হওয়া ছাড়া এক বরিষ্ঠ কম্যান্ডার হুসেইন সমেত সাত জঙ্গি আহত হয়েছে। আধিকারিক সুত্র অনুযায়ী, হুসেইন দশত-এ-আর্চি জেলার জেলা প্রধান ছিল। সমস্যাগত কুন্দ্রুজ প্রান্তে সক্রিয় তালিবানি জঙ্গিরা এই খবর নিয়ে এখনো কোন মন্তব্য করেনি।