সেনার তিন শাখা এবার পেল বিশেষ ক্ষমতা। এই ক্ষমতা দেওয়া হল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফেই। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে করা ঘোষণা অনুযায়ী, ভারতীয় সেনার তিন শাখা তথা স্থল, নৌ এবং বায়ুসেনাকে এবার দেওয়া হয়েছে বিশেষ আর্থিক ক্ষমতা। এই বিশেষ ক্ষমতার অধীনে সেনার তিন শাখা এবার জরুরি ভিত্তিতে অস্ত্র কিনতে হবে।
চলতি সপ্তাহে মঙ্গলবারে একটি ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ডিএসি-এর বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠক পরিচালিত হয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বেই। এই বৈঠকেই উপস্থিত থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানালেন যে ভারতীয় সেনার তিন শাখাকে বিশেষ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের তরফে এই বিশেষ ক্ষমতার কার্যকালীন বৈধতাও ঠিক করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে যে, এই বিশেষ ক্ষমতা আগামী ৬ মাস পর্যন্ত বৈধ। এই সময়ের মাঝে চীন ও পাকিস্তান সীমান্তে সৃষ্টি হওয়া আর্থিক উত্তেজনা সামলাতে উক্ত তিন শাখার তরফে প্রতি দেশীয় সংস্থাকে দেওয়া বরাতের পরিমাণ সর্বোচ্চ ৩০০ কোটি টাকা হতে পারে বলে জানানো হয়েছে।