উত্তর ২৪ পরগনার বারাকপুর শিল্পাঞ্চলের গারুলিয়া পুরসভা অঞ্চলের গঙ্গার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন সাংসদ অর্জুন সিং। নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিং এবং গারুলিয়া পুরসভার বেশ কয়েকজন বিজেপি কাউন্সিলরকে সঙ্গে নিয়ে সাংসদ অর্জুন সিং গারুলিয়া পুরসভার ভাঙ্গন কবলিত ১৯ এবং ২০ নম্বর ওয়ার্ডের গঙ্গা তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি প্রথমে গারুলিয়া পুরসভার অন্তর্গত বাবুঘাট এলাকায় এসে ভুটভুটি নৌকায় ওঠেন । ওই নৌকা নিয়ে তিনি গঙ্গার তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন । এরপর নৌকা থেকে ইছাপুর দেবীতলা এলাকায় তিনি বিজেপির দলীয় নেতৃত্বকে নিয়ে নেমে পড়েন । সেখান থেকে পায়ে হেঁটে তিনি চলে যান গারুলিয়া পুরসভার গঙ্গা তীরবর্তী ১৯ নম্বর ওয়ার্ডে । সেখানে গিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা জেনে নেন ।
এলাকার বাসিন্দারা সাংসদ অর্জুন সিংকে বলেন, একটু বেশি বৃষ্টি হলেই এই এলাকায় গঙ্গার তীরের মাটি ধসে যেতে শুরু করে । কংক্রিটের গঙ্গার পাড়ের বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যেই ধসে গেছে । বর্তমানে গারুলিয়া পুরসভায় বোর্ড গঠন সম্পূর্ণ হয়নি।
বিজেপি পরিচালিত গারুলিয়া পুর বোর্ডের চেয়ারম্যান সুনীল সিংয়ের বিরুদ্ধে সম্প্রতি অনাস্থা প্রস্তাব এনেছে তৃণমূল কাউন্সিলররা। এরপর নোয়াপাড়ার বিধায়ক তথা গারুলিয়া পুরসভার কাউন্সিলর সুনীল সিং সংখ্যালঘু হয়ে পড়ায় এই পুরসভার পুরপ্রধান পদ থেকে তিনি পদত্যাগ করেন । এদিকে এরই মধ্যে এই পুরসভা পুজোর ছুটির কারনে বন্ধ হয়ে যায় । ফলে গারুলিয়া পুরসভার বোর্ড গঠন দীর্ঘদিন পিছিয়ে যায় । এসবের মধ্যেই পুজোয় ভারী বৃষ্টিপাত হয় উত্তর ২৪ পরগনা জেলায়। যার ফলে গারুলিয়া পুরসভার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে গঙ্গা তীরবর্তী এলাকা ফের ধসে পড়ে বেশ কিছু জায়গায় । আতঙ্কে ভুগতে শুরু করেন ওই দুটি ওয়ার্ডের কয়েক হাজার বাসিন্দা । সেই খবর পৌঁছায় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কাছে।
তারই ভিত্তিতে বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে গারুলিয়া পুরসভার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন সাংসদ অর্জুন সিং । তিনি সাংবাদিকদের বলেন, “আমি এলাকা ঘুরে দেখলাম। খুবই খারাপ অবস্থা। পরিকল্পনা করে কাজ করা উচিত। কিন্তু এখানে রাজ্য সরকার কোন কাজ করেনি। আমি কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি । আশা করছি গঙ্গা ভাঙ্গন রুখতে এই অঞ্চলের মানুষের সাহায্যে নতুন প্রকল্প গড়ে তুলব । দ্রুত যাতে কাজ এগোয় সেই চেষ্টাই করব আমি ।”