অবতরণের নয়া প্রযুক্তির প্রয়োগ, মুকুটে নয়া পালক যোগ করল ভারত

1/6এয়ার নেভিগেশন পরিষেবার ক্ষেত্রে নয়া সাফল্য IndiGO-র। বিমান অবতরণে ব্যবহার করা হল ‘GAGAN’ স্যাটেলাইট-ভিত্তিক অগমেন্টেশন সিস্টেম। বৃহস্পতিবার রাজস্থানের কিশানগড় বিমানবন্দরে সফলভাবে ল্যান্ডিং সম্পন্ন করল ইন্ডিগো। (ছবি সৌজন্যে রয়টার্স) (Reuters)

GAGAN সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি। পুরো অর্থ GPS এডেড জিও অগমেন্টেড নেভিগেশন।ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT-prepub)
2/6GAGAN সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি। পুরো অর্থ GPS এডেড জিও অগমেন্টেড নেভিগেশন।ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT-prepub)
এটি AAI এবং ইসরো দ্বারা যৌথভাব ডেভেলপ করা। GAGAN ভারত এবং নিরক্ষীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলির জন্য তৈরি প্রথম এমন সিস্টেম। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
3/6এটি AAI এবং ইসরো দ্বারা যৌথভাব ডেভেলপ করা। GAGAN ভারত এবং নিরক্ষীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলির জন্য তৈরি প্রথম এমন সিস্টেম। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
পৃথিবীতে মাত্র চারটি স্পেস-ভিত্তিক অগমেন্টেশন সিস্টেম আছে। সেগুলি হল - US (WAAS), ইউরোপ (EGNOS) এবং জাপান (MSAS)। (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম kitchlug) (Instagram )
4/6পৃথিবীতে মাত্র চারটি স্পেস-ভিত্তিক অগমেন্টেশন সিস্টেম আছে। সেগুলি হল – US (WAAS), ইউরোপ (EGNOS) এবং জাপান (MSAS)। (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম kitchlug) (Instagram )
ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটি GAGAN পরিষেবা ব্যবহার করে ২৫০ ফুটের LPV মিনিমাসহ একটি ইন্সট্রুমেন্ট অ্যাপ্রোচ প্রসিডিউর (IAP) সম্পন্ন করে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
5/6ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটি GAGAN পরিষেবা ব্যবহার করে ২৫০ ফুটের LPV মিনিমাসহ একটি ইন্সট্রুমেন্ট অ্যাপ্রোচ প্রসিডিউর (IAP) সম্পন্ন করে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
DGCA-র চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। তারপরেই এটি বাণিজ্যিক ফ্লাইটের ব্যবহারের জন্য উপলব্ধ হবে। এর ফলে ছোট বিমানবন্দরে, যেখানে ব্যয়বহুল ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম নেই, সেখানে বিমান অবতরণ সহজ হবে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
6/6DGCA-র চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। তারপরেই এটি বাণিজ্যিক ফ্লাইটের ব্যবহারের জন্য উপলব্ধ হবে। এর ফলে ছোট বিমানবন্দরে, যেখানে ব্যয়বহুল ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম নেই, সেখানে বিমান অবতরণ সহজ হবে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.