বলিউডের বিভিন্ন ক্ষেত্রে প্রায়শই দেখা গেছে উর্দু ভাষার প্রয়োগ। গুলজার থেকে শুরু করে জাভেদ আখতার,ইমতিয়াজ আলি,ফারহান আখতার, শাবানা আজমি তাদের কাজের মধ্যে দিয়ে উর্দুতে নিজেদের সাবলীলতার প্রমাণ দিয়েছেন। কিন্তু বলিউডে উর্দুর ব্যবহার হলেও এই দেশে এখনো পর্যন্ত উর্দুর প্রচলন দেখা যায়নি।
কিন্তু মোদী সরকার উর্দু ভাষা প্রচলনের জন্য লোকসভা ভোটের আগে এই নয়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে জানা গেছে ।
ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অফ উর্দু ল্যাংগুয়েজের তরফ থেকে উর্দু ভাষা প্রচারের জন্য সালমান খান, শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফকে আবেদন জানানো হয়েছে।
এনসিপিএল এর তরফে উর্দু ভাষা প্রচারে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। উর্দু ভাষা প্রচার এর জন্য সালমান-শাহরুখ ক্যাটরিনাকে একটি ভিডিও শুটের প্রস্তাব দেওয়া হয়েছে। এই ভিডিওতে উর্দুতে কথা বলা এবং কবিতা বলতে শোনা যাবে তাদের।
যদিও এই প্রস্তাব ভালোভাবে নেননি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঢেউ অনেকেই বলেছেন সালমান-ক্যাটরিনা মোটেও উর্দুতে সাবলীল নয়।অনেকে ক্যাটরিনার হিন্দি বলার ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন।