অ্যান্টিগা আর বার্বুডা-র (Antigua and Barbuda) প্রধানমন্ত্রী গ্রেস্টন ব্রাউন (Gaston Browne) পাঞ্জাব ন্যশানাল ব্যাঙ্ক (Punjab National Bank) দুর্নীতিতে অভিযুক্ত মেহুল চোকসিকে (Mehul Choksi) নিয়ে বড় বয়ান দিলেন। চোকসিকে চিটিংবাজ বলে উনি বলেন, ওর আবেদন খতম হতেই তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। আপনাদের জানিয়ে রাখি, মেহুল চোকসি অ্যান্টিগার সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রামের ব্যাবহার করে অ্যান্টিগা এর নাগরিকত্ব হাসিল করেছিল।
অ্যান্টিগা আর বার্বুডা প্রধানমন্ত্রী গ্রেস্টন ব্রাউন বলেন, ‘আমরা পরে জানতে পারি যে, মেহুল চোকসি একজন চিটিংবাজ, সে আমাদের দেশের উন্নয়নের জন্য কখনো যোগ্য ব্যাক্তি হতে পারবেনা। ওর আবেদন শেষ হওয়ার পরেই তাঁকে নিরবাসিত করে দেওয়া হবে। যদি সে সহযোগিতা করার জন্য ইচ্ছুক হয়, তবে ভারতীয় আধিকারিকেরা তদন্ত করার জন্য স্বতন্ত্র।”
প্রসঙ্গত, মেহুল চোকসি আর তাঁর ভাগ্নে নীরব মোদী (Nirav Modi) মুম্বাইয়ের পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক (PNB) এর শাখা থেকে প্রায় ১৪ হাজার কোটি টাকা নয়ছয় করে। এই দুর্নীতি প্রকাশ্যে আসতেই মামা মেহুল চোকসি আর ভাগ্নে নীরব মোদী ভারতে ছেড়ে বিদেশে পালিয়ে যায়। পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক দুর্নীতিতে মূল অভিযুক্ত নীরব মোদী এখন ব্রিটেনে বসবাস করছে। তাঁর উপরে এখন আর্থিক তছরুপ মামলায় মামলা চলছে, আর খুব শীঘ্রই তাঁকেও ভারতে আনা হবে।