রাষ্ট্রপুঞ্জ বিরোধী বিক্ষোভের জেরে উত্তাল আফ্রিকা, নিহত শান্তির বার্তা নিয়ে পৌঁছানো দুই ভারতীয় জওয়ান

রাষ্ট্রপুঞ্জ বিরোধী বিক্ষোভের জেরে উত্তাল আফ্রিকা। চলতি সপ্তাহে সোমবার থেকেই গোমা শহরের রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে ও সেনা ঘাঁটিতে বিক্ষোভ প্রদর্শিত হয়। ভাঙচুর ও লুটপাট চলে বলেও জানা গেছে। এইসবের মাঝেই কাঁদানে গ্যাস ছোঁড়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। সাময়িকভাবে বিক্ষোভকারীরা চলে গেলেও পরে ফেরত আসে ও বিক্ষোভ প্রদর্শন করে।

এইসবের মাঝেই চলতি সপ্তাহে মঙ্গলবারে নিহত হলেন দুই ভারতীয় জওয়ান। ওইদিন আরওই উত্তাল হয়ে ওঠে আফ্রিকার কঙ্গো। এই এলাকাতেই সংঘর্ষের জেরে ৫ জনের মৃত্যুর এবং কমপক্ষে ৫০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই এলাকাতেই পরিস্থিতি সামাল দিতে গেছিলেন ভারতের দুই বিএসএফ জওয়ান। সেখানেই মারা যান তাঁরা।

এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। এই বিবৃতিতে জানানো হয়েছে, “গোমা শহরের বুটেম্বো এলাকাতে রাষ্ট্রপুঞ্জ বিরোধী বিক্ষোভ চলছিল। সেখানেই নিরাপত্তার রক্ষার দায়িত্বে ছিলেন দুই ভারতীয় জওয়ান। সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হন তাঁরা। পরে তাঁদের মৃত্যু হয়”। অপরদিকে, বিদেশমন্ত্রী এস জয়শংকর শোক সমন্বিত একটি টুইট করে কঙ্গোয় মৃত দুই বিএসএফ জওয়ানের উপর হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.