কানাডাকে পাকিস্তানী গুপ্তচর সংস্থার অন্যতম ঘাঁটি মনে করা হলেও, ওই দেশে বাড়ছে ইসলাম বিদ্বেষ। যা আগে কখনো কল্পনা করা যেত না, এবার তাই দেখা যাচ্ছে ওই দেশে। ইউরোপের ধাঁচে ইসলাম বিরোধী চরমপন্থী আন্দোলন শুরু করার পরিকল্পনা থাকতে পারে বলে পুলিশের অনুমান।
যদিও এই রীতি একেবারেই নতুন কিছু নয়, কয়েক বছর ধরেই কানাডার ইসলাম বিরোধী কার্যকলাপ তীব্র হয়ে উঠেছে। গত ৫ জুলাই কানাডার সারে কেন্দ্রীয় নিউটন অঞ্চলে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ইসলাম-বিরোধী পোস্টার চোখে পড়েছে।
মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার বার্তাসহ এই পোস্টার শহরের বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে। সূত্রের খবর, ১৪ জুলাই (বুধবার) ৭২ অ্যাভিনিউ ও কিং জর্জ বুলেভার্ডের কাছে যখন একইরকম পোস্টার দেখা যায়, তখন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) তদন্ত শুরু করে।
কানাডিয়ান পুলিশের অনুমান, এই ঘটনাগুলি পরস্পর সংযুক্ত এবং একই ব্যক্তি বা গোষ্ঠী এর পিছনে রয়েছে।কানাডার বিভিন্ন স্থানে ‘ইসলাম খারাপ’ জাতীয় মুসলিম বিরোধী পোস্টার উঠে এসেছে।
সূত্র মারফত জানা গিয়েছে, ১৪ ই জুলাই স্থানীয়রা এক ব্যবসায়ীর বাড়ির ডাস্টবিনের পাশাপাশি ৭২ অ্যাভিনিউ এবং কিং জর্জ বুলেভার্ড এলাকার একটি মসজিদের কাছে একটি খুঁটিতে মুসলিম বিরোধী পোস্টার দেখা যায়।