মৃত্যু আরও ৪৪৫ জনের, ভারতে সক্রিয় করোনা-রোগী ১,৭৪,৩৮৭ জন

প্রাণঘাতী কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে ভারতেভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪,৮২১ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩,৬৯৯ জন এবং সংক্রমিত ৪,২৫,২৮২ জন। ইতিমধ্যেই ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,৩৭,১৯৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৪,২৫,২৮২ জন (সক্রিয় করোনা রোগী ১,৭৪,৩৮৭)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,৬৯৯। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২,৩৭,১৯৬ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১৩,৬৯৯ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ১০৬ জনের মৃত্যু হয়েছে, অসমে ৯ জনের, বিহারে ৫৩ জনের, চন্ডীগড়ে ৬ জন, ছত্তিশগড়ে ১১ জন, দিল্লিতে ২১৭৫ জনের, গুজরাটে ১৬৬৩ জনের, হরিয়ানায় ১৬০ জনের, হিমাচল প্রদেশে ৮ জনের, জম্মু-কাশ্মীরে ৮২ জনের, ঝাড়খণ্ডে ১১ জনের, কর্ণাটকে ১৩৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২১ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৫১৫ জন, মহারাষ্ট্রে ৬,১৭০ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ১৪ জনের, পুদুচেরিতে ৮ জন, পঞ্জাবে ৯৯ জন, রাজস্থানে ৩৪৯ জনের, তামিলনাড়ুতে ৭৫৭ জন, তেলেঙ্গানায় ২১০ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ২৭ জন, উত্তর প্রদেশে ৫৫০ জন এবং পশ্চিমবঙ্গে ৫৫৫ জন প্রাণ হারিয়েছেন।

মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান, পশ্চিমবঙ্গ-এই রাজ্যগুলির করোনা-পরিস্থিতি প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে। এই রাজ্যগুলিতেই প্রতিদিন হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সোমবার সকাল আটটা পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৩,২০,৭৫, দিল্লিতে ৫৯,৭৪৬, তামিলনাড়ুতে আক্রান্ত ৫৯,৩৭৭, রাজস্থানে সংক্রমিত ১৪,৯৩০ এবং পশ্চিমবঙ্গে সংক্রমিত ১৩,৯৪৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.