লোকসভা ভোটের আগে আবারও সুখবর শোনালো মোদী সরকার । গ্র্যাচুইটিতে প্রাপ্ত টাকার উপর আয়কর ছাড়ের উর্ধ্বসীমা দ্বিগুণ করল কেন্দ্র। বৃহস্পতিবার এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। টুইটারে অর্থমন্ত্রী জানিয়েছেন গ্রাচুইটি বাবদ প্রাপ্ত অর্থের উপর আয় কর ছাড়ের সীমা।১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ পর্যন্ত করা হয়েছে। এই ঘোষণায় কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীরা আয়করের ক্ষেত্রে বড় সুবিধা পাবেন। তবে কবে থেকে এই নির্দেশ কার্যকর হবে তা এখনো জানা যায়নি।
জেটলি আয়কর আইনের 10(10) lll ধারায়এই ছাড় পাবেন সরকারি ও বেসরকারি কর্মীরা। সরকারি চাকরি থেকে অবসর নেওয়া বা চাকরি ছাড়ার পর গ্রাচুইটি বাবদ একটা বড় অংশের টাকা পান কর্মীরা। বেশ কিছু বেসরকারি সংস্থা রয়েছে এই নিয়ম। তারাও জেটলির এই ঘোষণায় বিশেষ এই সুবিধার আওতায় এলেন।