টি২০ বিশ্বকাপে ভারতের কাছে হেরে গেছে পাকিস্তান। এরপরই উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতের বাড়িতে আগুন লাগিয়ে দিল প্রতিবেশী মুসলিমরা। কাশ্মীরের হান্দওয়ারার ঘটনা।
হান্দওয়ারার বাট্টাগুন্ড এলাকায় সংখ্যালঘু পন্ডিত জানকীনাথ পন্ডিতের বসবাস। গতকাল ক্রিকেট ম্যাচে হারের পরই আশঙ্কার প্রহর গুনছিলেন তাঁরা। কারণ অতীতে দেখেছেন যে পাকিস্তান ক্রিকেটে ভারতের কাছে পরাজিত হলে হিন্দুদের বাড়িঘর লক্ষ্য করে পাথর ছোড়া হত। আর পাকিস্তান জিতলে বাজি ফাটিয়ে চলত উল্লাস।
জানকী নাথ পন্ডিত ও তাঁর পরিবারের লোকজন বাড়িতেই ছিলেন। আচমকাই রাতের অন্ধকারে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের দেওয়া আগুনে দাউ দাউ করে জ্বলতে ঘরবাড়ি। কোনও রকম নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হলেও আগুনে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।
এদিকে কারা আগুন দিয়েছে, তা না জানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পাশাপাশি ঘর নতুন করে নির্মাণ করতে স্থানীয় প্রশাসনের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছেন তিনি।