শুরু হয়েছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল। এই সেলে সব দামের স্মার্টফোন সস্তা হয়েছে। অবিশ্বাস্য কম দামে ফ্লিপকার্ট স্মার্টফোন পাওয়া যাচ্ছে। তিন হাজার টাকার কম দামে একাধিক স্মার্টফোন পাওয়া যচ্ছে। এই ফোনগুলিতে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে।
তিন হাজারে মিলছে অ্যান্ড্রয়েড ফোন, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলের অফারগুলি দেখে নিন
৪ অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। অ্যাক্সিস ব্যাঙ্ক ডেবিট ও ক্রেডিট কার্ড আর আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত ৫ শতাংশ ছাড়। এই ফোনগুলিতে থাকছে ১ জিবি র্যাম, আইপিএস এলসিডি ডিসপ্লে আর ব্লুটুথ। ৩,০০০ টাকার কম দামের এই ফোনগুলিতে পাওয়া যাবে সহজ ইএমআই অফার, ১ বছর ওয়্যারিন্টি আর এক্সচেঞ্জ অফার।
কার্বোন কে৯ স্মার্ট প্লাস
দাম ২,৭৯৯ টাকা
কার্বোন কে৯ স্মার্ট প্লাসে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রণ ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকছে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
আইভুমি আই২ লাইট
দাম, ২,৯৯৯ টাকা
আইভুমি আই২ লাইট ফোনে থাকছে কোয়াড কোর প্রসেসর। দুর্দান্ত ব্যাটারি ব্যাক আপের জন্য আইভুমি আই২ লাইট ফোনে থাকছে ৪,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
মাইক্রোম্যাক্স স্মার্ট গো
দাম ২,৯৯৯ টাকা
ফ্লিপকার্ট থেকে কেনা যাবে মাইক্রোম্যাক্স স্মার্ট গো। এই ফোনের দাম ২,৯৯৯ টাকা। বিভিন্ন ইএমআই অপশনে এই ফোন পাওয়া যাচ্ছে।
আই কাল কে২০০
দাম ২,৯৯৯ টাকা
ফ্লিপকার্ট থেকে কেনা যাবে আই কাল কে২০০। দাম ২,৯৯৯ টাকা। এই ফোনেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। সাথে থাকছে ১ বছরের ওয়্যারিন্টি।
সোয়াইপ এলিট স্টার ৪জি
দাম ২,৪৯৯ টাকা
২,৪৯৯ টাকায় পাওয়া যাবে সোয়াইপ এলিট স্টার ৪জি। এই ফোনের সাথে এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে সোয়াইপ এলিট স্টার ৪জি কিনলে অতিরিক্ত ছাড় মিলবে।