ও কলকাতা, ওখানে তো হিংসা হয়

উত্তর প্রদেশের প্রয়াগরাজ-কাণ্ড নিয়ে জাতীয় মানবাধকার কমিশনে অভিযোগ জানাতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়তে হল তৃণমূলকে। শুক্রবার দলীয় সাংসদ দোলা সেনের নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধি দল মানবাধিকার কমিশনের সদস্যদের সঙ্গে দেখা করেন। কলকাতা থেকে আসছেন শুনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র দোলাকে বলেন, ‘ও কলকাতা, ওখানে তো হিংসা হয়’।

শুক্রবার দুপুরে তৃণমূলের তথ্য অনুসন্ধান কমিটির তিন সদস্যের প্রতিনিধিদল প্রয়াগরাজের খেবরাজপুর গ্রামের গণহত্যার ঘটনা নিয়ে দিল্লিতে মিশ্রর সঙ্গে দেখা করতে যান। সেখানেই তৃণমূল প্রতিনিধিদেলর সদস্য দোলা সেন নিজের পরিচয় দিয়ে বাংলার কথা বলতেই, ‘ও কলকাতা, ওখানে তো হিংসা হয়’, বলে মন্তব্য করেন মিশ্র। এরপরই দুপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোলা বলেন, ‘নিরপেক্ষ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ঊনি (মিশ্র) বলেছেন, কলকাতায় তো হিংসা হয়। এটা খুব নিরপেক্ষ মন্তব্য বলে আমাদের মনে হয়নি। এবং এটা আউট অফ কনটেক্সট, কোনেও প্রভোকেশন ছাড়াই আলোচনার শুরুতেই শুধু পরিচয় নেওয়ার সময়ে, সবে আমার নাম, আমার কোথায় জন্ম এটা শুরু হয়েছিল, ঊনিই জিজ্ঞাসা করছিলেন। একজন সিনিয়র মানুষ এভাবে মন্তব্য করেছেন এটা আমাদের ভাল লাগেনি’।

এদিকে বিজেপি কটাক্ষ করেছে তৃণমূল প্রতিনিধি দলের এই সফরকে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, ‘নিজের ছেলেকে শাসন করতে পারে না। পরের ছেলেকে শাসন করতে গিয়েছে। বগটুই-কাণ্ডে তৃণমূল কোনও প্রতিনিধি দল পাঠায়নি। এমনকি, বগটুই যে লোকসভা কেন্দ্রের অধীনে, সেই সাংসদও যায়নি। এদিকে আমি দিল্লি থেকে সাংসদ নিয়ে ওখানে গিয়েছিলাম।’ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের খোঁচা, ‘বাংলার ভাবমূর্তি কী বানিয়েছে, এর থেকেই প্রমাণ। সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আর এদিকে গোটা দেশের লোক ছিঃ ছিঃ করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.